লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক। এই প্রতিষ্ঠানটি জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে কাজ করছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি রামগঞ্জের তরুণদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার ঘোষণা দেন।
ভিডিওটিতে জহিরুল ইসলামকে বলতে শোনা যায়, 'আমাদের মধ্যে অনেকেই শারীরিক চর্চা করি না। দেখা যায়, যারা খেলাধুলায় যুক্ত, যেমন ক্রিকেটার বা ডিফেন্সের সদস্যরা নিয়মিত চর্চা করেন। তাই আজ আমি ‘ক্লাইন্ড’ নামে একটি ব্যায়াম দেখাচ্ছি, আর রামগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এর ওপর ভিত্তি করে একটি প্রতিযোগিতা থাকছে।'
এরপর তিনি নিজে ব্যায়ামটি প্রদর্শন করেন এবং অংশগ্রহণের নিয়মও জানান। প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের সেই ব্যায়ামটি করে নিজেদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে এবং জহিরুল ইসলামকে ট্যাগ করতে হবে। যিনি সবচেয়ে দীর্ঘ সময় ব্যায়ামটি সম্পন্ন করতে পারবেন, তাকেই পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় কোনো ধরনের প্রতারণা না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করার জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস। স্বাস্থ্যসচেতন না হলে তরুণরা সহজেই মাদকের দিকে ঝুঁকতে পারে। তাই তাদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।
আগামীতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও ইভেন্ট আয়োজন করা হবে। পাশাপাশি নিজের এলাকায় একটি স্পোর্টিং ক্লাব গঠন করার উদ্যোগ নিয়েছি, যাতে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।
পিএম