এইমাত্র
  • ৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত
  • নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান
  • যে কারণে ঝুলে গেল পে স্কেল
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ
  • সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা
  • বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
  • দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি
  • নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • আজ মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    খেলা

    আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম

    আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।

    অক্টোবরের ফিফা উইন্ডোতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। প্রথমে দক্ষিণ কোরিয়া এরপর জাপানের বিপক্ষে ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। শুক্রবার (১০ অক্টোবর) সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

    আগামী বিশ্বকাপে আগে এ ম্যাচগুলোতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরীক্ষ-নিরীক্ষার সুযোগ পাবেন। সেলেসাওরা বাছাই শেষ করেছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে থেকে। যে কারণে আনচেলত্তি জন্য প্রীতি ম্যাচগুলো শিষ্যদের পরখ করে দেখার উপলক্ষ্য।

    ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের এই ইতালিয়ান কোচ জানান, ‘আমরা এশিয়ান দলগুলো সম্পর্কে জানি। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে তারা। আমরা এই দুটি ম্যাচ খেলতে উন্মুখ, কঠিন লড়াই হবে। একইসঙ্গে বিশ্বকাপে আমরা যেসব বাধার সম্মুখীন হতে পারি সেসবের প্রস্তুতিতে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য তাদের মান, মনোভাব ও বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় সবকিছুর উন্নতি করার একটি সুযোগ।’

    এরপরই ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই গুরুত্বপূর্ণ বলে পুনরায় স্মরণ করিয়ে দেন আনচেলত্তি, ‘ফুটবলারদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং একটি লক্ষ্য অর্জনের জন্য দলের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য খুব স্পষ্ট, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া নয়, বিশ্বকাপ জিততে চাই। আমি সেই খেলোয়াড়দের চাই, যারা সেরা হওয়ার জন্য নয়, ট্রফি জয়ের জন্য বিশ্বকাপে থাকতে চায়।’

    ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি বিশ্ব ফুটবলের বর্ণাঢ্য ইতিহাস ধারণ করা ব্রাজিল। ২০২৭ সালে সেই খরা কাটানোর লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। সর্বশেষ বিশ্বকাপ আসরগুলোয় তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। সেই দশা কাটানোর লক্ষ্যে প্রথমবার পূর্ণ মেয়াদে বিদেশি কোচ হিসেবে আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটি জয় এবং একটি করে হার ও ড্র দেখেছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…