এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ
  • মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ‘তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন কিছু উপদেষ্টার বিরুদ্ধে’
  • নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
  • আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা
  • ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’
  • নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
  • জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত
  • অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই: ডা. তাহের
  • এবার আশুলিয়ায় পিকআপে আগুন
  • আজ শুক্রবার, ৩০ কার্তিক, ১৪৩২ | ১৪ নভেম্বর, ২০২৫
    বিনোদন

    লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

    লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

    বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা বর্তমানে রয়েছেন লন্ডনে, মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায়। সেখানে ছয় মাস ধরে তার চিকিৎসা চলছে।

    সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শক-সবার কণ্ঠে একটাই প্রার্থনা, প্রিয় নায়ক যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

    ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আব্বুর শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যা টার্গেট থেরাপি নামে পরিচিত। এখান থেকে আমরা তাকে সপ্তাহে পাঁচ দিন হাসপাতালে নিয়ে যাই।'

    ইলিয়াস কাঞ্চনের কথা বলার সক্ষমতা অনেকটাই সীমিত জানিয়ে তিনি আরও জানান, "এখন আর তেমন কথা বলেন না। তবে একেবারেই যে বলেন না, তা নয়। কেউ যদি বলেন ‘পানি দেবো?’—তাহলে হয়তো বলেন, ‘দাও।’ কিন্তু সার্বিকভাবে কথা বলা তার জন্য কষ্টকর, তাই সাধারণত চুপ থাকেন। সার্জারির আগেই কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।”

    আরিফুল ইসলাম বলেন, 'চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে সময় লাগবে। সবাই যেন উনার জন্য দোয়া করেন।'

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…