মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে 'বিশেষ ট্রাভেল পাস' কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।
এই বিশেষ পাসের মাধ্যমে প্রবাসীরা স্বল্প খরচে, কম ঝামেলায় এবং নিরাপদভাবে নিজ দেশে ফিরতে পারবেন। ইতোমধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন দফতর যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই ট্রাভেল পাস প্রক্রিয়া তুলনামূলক সহজ ও দ্রুত হবে। আবেদনকারীদের শুধুমাত্র পাসপোর্ট বা পরিচয়পত্র, দেশে ফেরার টিকিট এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। এরপর নির্ধারিত সময়ে ইমিগ্রেশন দফতর থেকে পাস সংগ্রহ করা যাবে।
এ কর্মসূচির আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তারা পুলিশের ঝামেলা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য এটি দীর্ঘদিনের অপেক্ষার পর একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানায়, 'ট্রাভেল পাস' ও 'স্পেশাল পাস' নামে দুটি পৃথক অনুমতি চালু থাকতে পারে। ট্রাভেল পাস জারি করবে বাংলাদেশের হাইকমিশন, আর স্পেশাল পাস জারি করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে দুটি পাস একসাথে গ্রহণ করা যাবে না।
মানবাধিকার ও প্রবাসী অধিকার সংস্থাগুলো বলছে, এ উদ্যোগের ফলে বহু বছর ধরে দেশে ফিরতে না পারা প্রবাসীরা এখন আইনসম্মতভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। এতে মানবিক সংকট অনেকটাই কমে আসবে।
এদিকে, অনেকে প্রশ্ন তুলেছেন — ট্রাভেল পাস হাতে থাকলে কি পুলিশের হয়রানি বা আটক হওয়ার আশঙ্কা থাকবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ পাসপ্রাপ্ত প্রবাসীরা নির্ধারিত সময়ে বিমানবন্দর পর্যন্ত নিরাপদে যাতায়াত করতে পারবেন।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই বিশেষ ট্রাভেল পাস কার্যক্রম সীমিত সময়ের জন্য চালু থাকবে। তাই প্রবাসীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এই সিদ্ধান্তকে প্রবাসী সমাজ মালয়েশিয়ায় একটি মানবিক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।
এইচএ