সিরাজগঞ্জের চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দিনমজুরের ঘড় , আসবাবপত্র সহ নগদ টাকা আগুনে পুড়ে ছাই ।
শনিবার(১১ অক্টোবর) রাতে খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার কুরর্কী গ্রামের মৃত মকরম আলীর ছেলে ইব্রাহিমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
চৌহালী উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা বলেন, এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি ঘড়, সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে ৷
এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারকে চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক কম্বল তুলেদেন ।আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন । এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা, হেলাল উদ্দিন ও ইউপি সদস্য তাছলিমা খাতুন উপস্থিত ছিলেন।
এনআই