এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম

    ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম

    গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।”

    শনিবার (১০ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদেরকে বিপদে ফেলা যায়। আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানির হিস্যাও পাইনি।”

    বিএনপি মহাসচিব বলেন, “আমরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হব না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করার জন্য। কিন্তু জনগণের শক্তিই আমাদের আসল ভরসা।”

    নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তিনি বলেন, “শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি যেন তিনি একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন, যার তত্ত্বাবধানে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা শুনছি, কেউ কেউ পক্ষপাতিত্ব করছেন এটা জাতি মেনে নেবে না।”

    বিএনপির সংস্কার ভাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপিই সংস্কারের জন্ম দিয়েছে। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছি।”

    স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রিয় নেতা হান্নান শাহ’কে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…