এইমাত্র
  • ৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত
  • নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান
  • যে কারণে ঝুলে গেল পে স্কেল
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ
  • সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা
  • বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
  • দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি
  • নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • আজ মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    খেলা

    ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম

    ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম

    ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি। তাকে না খেলানোর কারণ কী তাহলে ইন্টার মায়ামি? কারণ আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মাঝেই ফ্লোরিডার ক্লাবটি মাঠে নেমেছে। আর সেখানে কেবল খেলেন–ইনি, জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিলেন মেসি।

    মেসির অনুপস্থিতিতে অবশ্য গতকাল (শনিবার) ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার জয় (১-০) পেতে অসুবিধা হয়নি। এ ছাড়া মায়ামির মাঠেই খেলেছিল লাতিন আমেরিকার দল দুটি। ফলে মেসিকেও টানা খেলার ধকল আর ভ্রমণ ক্লান্তিতে পড়তে হয়নি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে খেলতে নেমে মায়ামির পক্ষে মেসির জোড়া গোল ছাড়াও একবার করে স্কোরশিটে নাম তুলেছেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে আটলান্টা ইউনাইটেড উড়ে গেছে ৪-০ ব্যবধানে।

    মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে গোলের সূচনাটাও করেছিলেন মেসি। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয় বারে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতির পর নেমে সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবা। চলতি মৌসুমেই এই স্প্যানিশ ডিফেন্ডার ষষ্ঠ গোল পেয়ে গেলেন। এ ছাড়া মায়ামির হয়ে ৬৪ ম্যাচে ১১ গোল ও ২৭টি অ্যাসিস্টও হয়ে গেল তার। এদিন তাকে সপরিবারে অভ্যর্থনা দিয়েছে মায়ামি।

    আলবার গোলে বলের যোগান (মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট) ছিল মেসির কাছ থেকে। মাঝমাঠ থেকে দূরপাল্লার বল বাড়িয়েছিলেন তিনি। ৬১ মিনিটে মায়ামির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। বক্সের মাথায় শূন্যে ভাসমান বলে প্রায় পড়তে পড়তে শট নিয়েছেন সাবেক এই উরুগুইয়ান তারকা। এর মধ্য দিয়ে এবার ১০টি করে গোল ও অ্যাসিস্ট পূর্ণ হয়েছে সুয়ারেজের। মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে।

    আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। এটি চলমান এমএলএসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোল। যার সুবাদে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন। এ ছাড়া এই মৌসুমে গোল-অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন তিনি। যা দ্বিতীয় সর্বোচ্চ।

    আজকের জয়ে ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে যথাক্রমে দুই-তিনে আছে এফসি সিনসিনাতি ও ইন্টার মায়ামি। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…