উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে দিচ্ছে শীতের প্রথম ইঙ্গিত। স্থানীয়রা জানিয়েছেন, ভোরের এই হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস দেখলেই বোঝা যায় শীত আসছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং রবিবার ২৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার দিনের বেলায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। ফলে ভোর ও রাতের সময় হালকা শীতলতা উপভোগযোগ্য হলেও, দিনের সময় রোদের তীব্রতার কারণে তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাতের সময় এখনো হালকা গতিতে ফ্যান চালু করে ঘুমাতে হচ্ছে। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও নেমে যেতে পারে, যা শীতের প্রকৃত আগমনকে স্পষ্ট করবে।
শীতের আগমন শুধু আবহাওয়ায় নয়, মানুষের জীবনধারাতেও পরিবর্তন আনছে। ভোরবেলায় চা-প্রেমীরা আড্ডায় বসছেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা কুয়াশার মধ্য দিয়ে স্কুলে যাচ্ছেন। সন্ধ্যার ঠান্ডা বাতাসে ঘরবাড়ির মানুষরা হালকা কম্বলে নিজেদের আবৃত করছেন। জেলা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সকলেই শীতের সঙ্গে খাপ খাইয়ে তাদের দৈনন্দিন জীবনযাপন করছেন।
প্রকৃতির এই পরিবর্তন স্থানীয় মানুষের মধ্যে শীতকালকে সামনে রেখে প্রস্তুতির কথাও মনে করিয়ে দিচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রাও আরও নেমে যেতে পারে। এতে শীতের প্রকৃত আগমন আরও স্পষ্টভাবে অনুভূত হবে।
এসআর