ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে আজ এক বিশেষ অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিপুল পরিমাণ চোরাই ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানায়, ১২ অক্টোবর আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। কসবা, খাদলা, মাদলা (ব্রাহ্মণবাড়িয়া) এবং শশীদল, সালদানদী ও সংকুচাইল (কুমিল্লা) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ লাখ ৮০০ টাকা মূল্যের কসমেটিক্স, অটো পার্টস, ভারতীয় গরু, বাসমতি চাল, ফুসকা, মেহেদী ও শাড়ি জব্দ করা হয়।
আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
এ প্রসঙ্গে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি’র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি সর্বদা সচল রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই জব্দ অভিযান পরিচালিত হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ পণ্য প্রবাহ রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
এসআর