এইমাত্র
  • গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল: মান্না
  • রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার নামে মামলা হয়েছে: শিশির মনির
  • দুপুরে সংবাদ প্রকাশ, বিকেলে সিলগালা নকল ঔষুধের কারখানা
  • বাড়ল সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
  • জামায়াত নেতা এ টি এম আজহারের শোক প্রকাশ, দ্রুত বিচার আহ্বান
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম

    সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    আজ রবিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

    গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মিরাজ হোসেন (২৬) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)।

    ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন ও ফাহিম আহম্মদ শাহকে গ্রেপ্তার করে।

    বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মোবারক হোসেন পলক ও মো. ফারুক হোসেন আকনকে গ্রেপ্তার করে।

    রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেপ্তার করে।

    পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মো. মিরাজ হোসেনকে এবং একই সময়ে গুলশান বিভাগের আরেকটি দল বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আলীকেগ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…