দীর্ঘ ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালে এই পর্যায়ে পৌঁছেছিল আলবিসেলেস্তেরা। এবারও তারা ইতিহাসের পুনরাবৃত্তির পথে।
চিলির রাজধানী সান্তিয়াগোয় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে চারবারের সাবেক চ্যাম্পিয়নরা। গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নবম মিনিটেই প্রথম গোলটি আসে। জিয়ানলুকা প্রেসতিয়ানির পাস থেকে ভ্যালেন্তিনো অ্যাকুনা শট নেন, মেক্সিকোর গোলরক্ষক ইমানুয়েল ওচোয়া প্রথম প্রচেষ্টা রুখলেও রিবাউন্ডে গোল করে দেন মায়ের কারিজো।
এরপর আর্জেন্টিনার একের পর এক আক্রমণ রুখে দেন মেক্সিকান গোলরক্ষক। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেসি-ম্যারাডোনার উত্তরসূরীরা।
তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি। ৫৬তম মিনিটে সতীর্থ ভিলাবার নিখুঁত পাস ধরে রক্ষণের ফাঁক গলে দ্বিতীয় গোলটি করেন মাতেও সিলভেত্তি।
গোলের দিক থেকে এগিয়ে থাকলেও ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে ছিল আর্জেন্টিনা। পুরো ম্যাচে মাত্র ৩৩ শতাংশ নিজেদের দখলে রাখতে পেরেছে আর্জেন্টাইন তরুণরা। গোল অভিমুখে তারা শট নেই ৯টি। যার মধ্যে ৬টি ছিল ‘শট অন টার্গেটে’। অন্যদিকে মেক্সিকো ১২টি শট নিলেও মাত্র ২টি ছিল লক্ষ্যে।
পরাজয়ের আশঙ্কায় খেলোয়াড়দের মাঝে হতাশা ফুটে ওঠে। যোগ করা সময়ে মেক্সিকোর ডিফেন্ডার দিয়েগো ওচোয়া দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। কিছুক্ষণ পর স্ট্রাইকার তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখে দলের বিপর্যয় বাড়ান।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে দুর্দান্ত জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার সেমিফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হয়েছিল চেক প্রজাতন্ত্রকে হারিয়ে। সেই ঐতিহ্যের পুনরাবৃত্তির সুযোগ এবার আবার এসেছে।
ফাইনালের টিকিট নিশ্চিত করতে আগামী ১৬ অক্টোবর আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ ব্যবধানে পরাজিত করে সেমির টিকেট কেটেছে দলটি।
আরডি