এইমাত্র
  • আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
  • জামায়াত নেতা এ টি এম আজহারের শোক প্রকাশ, দ্রুত বিচার আহ্বান
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম

    লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম

    ‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না’ এমন লেখা সংবলিত সাইনবোর্ড রয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর লেভেল ক্রসিংয়ের দুপাশে। কিন্তু নেই কোনো গেটম্যান। অরক্ষিত এই লেভেল ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী, ছাত্র-ছাত্রী ও পণ্যবাহী, যাত্রীবাহী ছোট-বড় যানবাহন। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই স্থানীদের দাবি, দ্রুত জনবহুল এই এলাকায় একজন গেটম্যান দেয়া হোক। দ্রুত এই ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানান এলাকাবাসী।

    সরেজমিনে আধুনগর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, 'গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পরিবহন। সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছোট ছোট ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। সেইসাথে ছোট-বড় অনেক যানবাহনও চলাচল করছে ঝুঁকি নিয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রেল আসছে কি না দেখে, মানুষ রাস্তা পার হচ্ছে।

    তৃতীয় শ্রেণীতে পড়া স্কুল ছাত্রী তাকিয়া বলেন, 'গেটম্যান না থাকায় ট্রেন আসছে আমরা জানি না, ভয়ে ভয়ে রাস্তা পার হতে হয়।'

    অটোচালক আব্দুল হাকিম জানান, 'গেটম্যান না থাকায় ট্রেন আসছে কি না গাড়ি থামিয়ে আগে দেখতে হয়। রাতে দেখাও যায় না। হঠাৎ কোন সময়ে যদি না দেখা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। দ্রুত এই জায়গায় গেটম্যান দেয়ার দাবি জানাই।'

    অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং এলাকার নিবারণ বড়ুয়া নামে একজন বলেন, 'কখন ট্রেন আসে তার তেমন ঠিক ঠিকানা নেই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে দ্রুত বেরিয়ার ও গেটম্যান নিয়োগের দাবি জানান তিনি।'

    লোহাগাড়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, 'গেটম্যান নিয়োগের ব্যাপারে এটি আমাদের কোন কাজ না। রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন এ বিষয়ে। তবে যেসব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই, সেখানে সতর্কতামূলক নির্দেশনা সাইনবোর্ড দেওয়া রয়েছে। সতর্কতার সঙ্গে রেলক্রসিং পারাপারের পরামর্শ দেন এ কর্মকর্তা।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…