আগামী ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও এটি ব্যক্তিগত সফর, তবে তার আগেই জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার ভারতে আসার কথা ছিল। তবে সেই পরিকল্পনা এখন সংশয়ের মুখে।
ফিফা উইন্ডোর আওতায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা জাতীয় দল। সেখানে ইতোমধ্যে তারা ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছে। আগামী বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে আলবেসেলেস্তেরা।
এই ট্যুর শেষ করেই নভেম্বর মাসে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। প্রথমটি অ্যাঙ্গোলার বিপক্ষে নির্ধারিত হয়েছে। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের মাটিতে।
তবে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সূত্র ও আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
যদি ভারত সফর বাতিল হয়, তাহলে সেই ম্যাচটি আফ্রিকার কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। এমন পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।
উল্লেখ্য, আর্জেন্টিনা সর্বশেষ ২০১১ সালে ভারত সফরে এসেছিল, যেখানে তারা কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। ফলে দীর্ঘ ১৩ বছর পর তাদের ফের ভারতে খেলার সম্ভাবনায় উৎসাহ দেখা দিয়েছিল ফুটবলপ্রেমীদের মাঝে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা ধাক্কা খেতে পারে।
আরডি