জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের একদিন আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করল সরকার। অবশ্য জুলাই সনদ স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়। তারও আগে ১২ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এ বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। আলী রীয়াজ এই কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান।
আরডি