এইমাত্র
  • সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন
  • মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই ক্লোজড
  • আজ রাতে ভারত-বাংলাদেশ ধ্রুপদী লড়াই
  • ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
  • রাজবাড়ীতে বিএনপি নেতা বহিষ্কার
  • লক্ষীপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
  • ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা
  • চেয়ারম্যান অসুস্থ, আজ পাঠানো হচ্ছে না হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি
  • সাগরে ফের লঘুচাপের আভাস
  • হিলিতে ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
  • আজ মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম

    প্যাসিফিক জিন্সে ফের শ্রমিক অসন্তোষ, চার ঘণ্টা বিক্ষোভে উৎপাদন বন্ধ

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম

    চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে শ্রমিক-কর্মচারীরা টানা চার ঘণ্টা বিক্ষোভ করেন। এতে প্যাসিফিক জিন্সসহ এর চারটি সহযোগী কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। শুরুতে প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করলেও পরে অন্যান্য কারখানার শ্রমিকরাও তাতে যোগ দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কিছু শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

    এই প্রসঙ্গে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘প্যাসিফিক জিন্সের শ্রমিকরা সকালে ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছুটি ঘোষণা করে।’

    একই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘প্যাসিফিক জিন্স গ্রুপের অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই অস্থিতিশীলতা তৈরি হয়। একপক্ষ অপর পক্ষকে কাজ না করতে বাধ্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আজ কারখানাগুলোতে উৎপাদন হয়নি।’

    এর আগে গত ৯ অক্টোবরও একই প্রতিষ্ঠানের শ্রমিকরা পুলিশের হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকরা ২২ দফা দাবিতে বিক্ষোভে নামলে সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির দুটি ইউনিট বন্ধ করে দেয় মালিকপক্ষ।

    শিল্প বিশেষজ্ঞদের মতে, প্যাসিফিক জিন্স দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘনঘন শ্রমিক অস্থিরতা প্রতিষ্ঠানটির উৎপাদন ও বৈদেশিক ক্রেতাদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…