দিনাজপুরের বিরামপুর উপজেলায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপাড় ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. মাহমুদুল আজাদ রিপন (৪৮), বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চরকলোনী গ্রামের আলহ্বাজ মো. আজহার আলীর ছেলে; মো. হাফিজুর রহমান ইকবাল (৫৭), বরিশালের উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেশবকারী গ্রামের মৃত রফিক মৃধার ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে উপজেলার ভেলাপাড় ব্রীজ এলাকায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং শুক্রবার (১৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।
এনআই