এইমাত্র
  • দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
  • জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো: শফিকুর রহমান
  • ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
  • যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
  • এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
  • আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
  • এবার লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা
  • আজ শনিবার, ২৩ কার্তিক, ১৪৩২ | ৮ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘বিভাগ চাই’ স্লোগানে ফের কাঁপলো কুমিল্লা নগরী

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

    ‘বিভাগ চাই’ স্লোগানে ফের কাঁপলো কুমিল্লা নগরী

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

    কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে নগরীর পূবালী চত্বরে আয়োজিত মহাসমাবেশে সৃষ্টি হয় জনস্রোত। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে নগরীসহ আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও দলে দলে মানুষ সমাবেশস্থলে ভিড় করতে থাকেন। মুহূর্তেই পূবালী চত্বর পরিণত হয় জনসমুদ্রে। চারদিক থেকে ‘বিভাগ বিভাগ বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে নগরী।

    সমাবেশে কুমিল্লার বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লা ব্যবসায়িক সমিতির অন্তর্গত ৭২টি সংগঠন সমাবেশের প্রতি সংহতি জানিয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তাদের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচিতে যোগ দেয়।

    দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

    কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইতিহাস ও ঐতিহ্যের ধারক কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা নষ্ট না করে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি, তবে আমাদের দাবি ন্যায্য, এটা সরকারকে মানতেই হবে। তিনি অভিযোগ করে বলেন, যেই খুনী হাসিনার কারণে আমরা বিভাগ থেকে বঞ্চিত, সেই ফ্যাসিস্টের দোসররা আবারো মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু কুমিল্লার মানুষ তা হতে দেবে না।

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লা বিভাগ কোনো নতুন দাবি নয়, এটি বহু বছরের দাবির প্রতিফলন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর সব জেলা কুমিল্লার নামে বিভাগ চায়। শুধু নোয়াখালী কিছুটা ভিন্ন মত দিয়েছে। তবে নোয়াখালীর বহু মানুষও মনের গভীরে কুমিল্লাকে বিভাগ হিসেবে স্বীকৃতি দিতে চান।

    তিনি আরও বলেন, যারা কুমিল্লাকে বিভাগ দেয়নি, ইতিহাস তাদের ক্ষমা করেনি। তারা জঙ্গল দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কুমিল্লা আজ শিক্ষা ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এগিয়ে। তরুণ প্রজন্ম ‘জেন-জি’ যতদিন থাকবে, কেউ কুমিল্লাকে পিছিয়ে দিতে পারবে না। সরকার এখনই সময় বুঝে বিভাগ ঘোষণা দিক, নইলে জনগণ নিজেরাই চিঠিপত্রে কুমিল্লা জেলার পাশাপাশি লিখে দেবে কুমিল্লা বিভাগ।

    মহানগর জামায়াতে ইসলামী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কথা এক, দাবি এক, কুমিল্লা নামে বিভাগ চাই। বছরের পর বছর কুমিল্লা বিভাগ নিয়ে সড়যন্ত্র হয়েছে। আমরা এবার আর কোনো টালবাহানা মেনে নেব না। শান্তিপূর্ণ উপায়ে হলেও এই দাবি আদায় হবেই।

    সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল হক মামুন, এবি পার্টির গোলাম সামদানি এবং কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

    বক্তারা বলেন, নোয়াখালীর বিরুদ্ধে কোনো বিদ্বেষ নয়, তারা তাদের মতো দাবি তুলুক, কিন্তু কুমিল্লার আন্দোলন শান্তিপূর্ণ হলেও সরকার যেন এটিকে দুর্বলতা মনে না করে। এটাই গণমানুষের দাবি, তাই দেরি না করে দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…