এইমাত্র
  • কাওরান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণ
  • ‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে
  • তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
  • দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে ভারত
  • থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ১
  • রেলওয়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার
  • পেরুতে সড়ক থেকে গভীর খাদে বাস, নিহত অন্তত ৩৭
  • ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের ভয়াবহতা বর্ণনা করলেন ফিলিস্তিনি নারী
  • গাজায় এক মাসেই ২৮২ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল
  • আজ বৃহস্পতিবার, ২৮ কার্তিক, ১৪৩২ | ১৩ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

    ‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

    “জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সাধারণ জনগণের জ্বালানির অধিকার ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ফলে ভোক্তারা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জ্বালানি শুধু বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি মৌলিক মানবাধিকার", বলে মন্তব্য করেছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম।

    ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর চৌধুরী মিলনায়তনে ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশন” শীর্ষক দুইদিনব্যাপী সংসদীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক ড. এম শামসুল আলম আরও বলেন, “বিশেষ বিধান আইন ২০১০ সংশোধন করে জ্বালানির দাম বাড়ানোর ক্ষমতা সরকার নিজ হাতে নেওয়ার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়ানো, লুণ্ঠনমূলক দাম বৃদ্ধি, এবং জ্বালানির সরবরাহ ব্যবস্থার বড় অংশ আমদানি ও রপ্তানিনির্ভর করে রাখার ফলে দেশে জ্বালানি ঘাটতি আরও বেড়েছে। এতে সাধারণ মানুষ ন্যায্য জ্বালানি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।”

    তিনি আরো বলেন, "মাথাপিছু ১২০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ না হওয়া মৌলিক অধিকার নিশ্চিতের পথে অন্তরায়।"

    অধিবেশনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "জ্বালানি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিদিনের যেকোনো কাজ জ্বালানি ছাড়া প্রায় অচল হয়ে পড়বে। তাই জ্বালানি খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, জ্বালানির সামর্থ্যের দিক থেকে দেখলে দেখা যায়, হঠাৎ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

    ক্যাবের সভাপতি শফিকুজ্জামান বলেন, "আমাদের জ্বালানির মালিক রাষ্ট্র। কিন্তু যারা জ্বালানি শোষণ কোম্পানি, তাদের লোভের কারণে আইন ভাঙা হচ্ছে। লোডশেডিংয়ের ক্ষেত্রে সিস্টেমলেস পরিস্থিতি তৈরি হচ্ছে, যা মূলত লুটপাট—যেমনটি নরসিংদীতে সম্প্রতি ঘটেছে। যাদের বাসায় গ্যাসের লাইন আছে, তারা গ্যাস পাচ্ছেন না। তাদের বাজার থেকে গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে, সেটিও অতিরিক্ত দামে।"

    তিনি আরো বলেন, "সরকারকে স্পষ্ট পলিসি দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে জ্বালানির জন্য ক্ষতির মুখে পড়তে দেখা গেছে। সেটি নির্মূল করার দায়িত্ব সরকারের, এবং সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে জনগণকে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে।"

    এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…