এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে সিলেটের কোর্ট পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে সিলেটের জনগণ। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।

    রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান গ্রহণ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। তবে পুলিশ ও আন্দোলনকারীদের সমন্বয়ে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    কর্মসূচিতে অংশগ্রহণ করে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘উন্নয়ন বঞ্চিত সিলেট বরাবরই উপেক্ষিত। সরকার দেশের অন্য বিভাগে যে পরিমাণ বরাদ্দ দিচ্ছে, সেই অনুপাতে সিলেটকে দেওয়া হচ্ছে না। আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার জনগণকে সঙ্গে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করেছি।’

    তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় স্বার্থে নয়, সিলেটের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক গণআন্দোলন। উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা বিছানা নিয়ে সরকারি কর্মকর্তাদের বাসভবনের সামনে অবস্থান করব, যতক্ষণ না তারা আমাদের কথা শোনে।’

    আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে এখানের ডিসি এসপিকে অফিসেই ঘুমাতে হবে। আমরা তাদের ছাড়ব না। সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করতে জানি।’

    এর আগে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ এলাকা থেকে শুরু হয় ‘সিলেট আন্দোলন’—এর মশাল মিছিল। মিছিলটি দরগাহ গেইট, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, চৌহাট্টাসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    মশাল মিছিলে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ‘উন্নয়ন চাই, বৈষম্য নয়’, ‘সিলেটের প্রাপ্য, ফেরত দাও’ ইত্যাদি স্লোগান লেখা।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…