জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ পরে যেভাবে একের পর এক গোল করে দারুণ সব রেকর্ড গড়ছেন আর্লিং হল্যান্ড তা সত্যিই অবিশ্বাস্য। প্রতিপক্ষের গোলমুখে তার ভয়ঙ্কর রূপ চলতি মৌসুমে যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাইতো, তার প্রশংসা করতে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই দুই গ্রেট লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনা টানলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
রোববার (২ নভেম্বর) বোর্নমাউথের ৩-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ে বড় অবদান আছে হল্যান্ডের। বোর্নমাউথের জালে একাই ২ বার বল পাঠিয়েছেন এই নরওয়েজিয়ান তারকা।
এদিন দারুণ একটি কীর্তিও গড়েন নরওয়ে তারকা। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। তাছাড়া চলতি মৌসুমে ১০ রাউন্ডেই ১৩ গোল করে ফেলেছেন তিনি। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন চার জন।
হল্যান্ডের এমন পারফরম্যান্সে অবশ্য খুঁশি সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচ শেষে প্রশংসায়ও ভাসালেন হল্যান্ডকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই আমরা দারুণ পারফর্ম করেছি, আর্লিং ব্যবধান গড়ে দিয়েছে। বিষয়টা কিছুটা মেসি ও ক্রিস্তিয়ানোর সঙ্গে খেলার মতো। প্রভাব অনেক।’
তিনি আরও বলেন, ‘সে কি তাদের পর্যায়ে পৌঁছেছে? ছেলেটার সংখ্যাগুলো দেখেছেন? ওহ ইশ্বর, হ্যাঁ, অবশ্যই সে সংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানো ও মেসির মানে পৌঁছে গেছে।
মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে সিটি কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানো ও মেসির সঙ্গে পার্থক্য হলো, তারা ১৫ বছল ধরে তাদের কাজটা করে যাচ্ছে। মেসি এখনও মেজর লিগ সকারে প্রতিম্যাচে দু্ই বা তিন গোল করছেন। সৌদি আরবে ক্রিশ্চিয়ানোও একই কাজ করছেন। তবে, সে (হলান্ড) তাদের পর্যায়ে পৌঁছে গেছে। এবং তাকে ছাড়া (অর্জন) কঠিন হতো।’
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২০টি গোল করেছে সিটি। যার মধ্যে ১৩টিই হল্যান্ডের। দলের অন্য কোনো খেলোয়াড় এখন পর্যন্ত একবারের বেশি গোল করতে পারেননি। এতেই গার্দিওলার এমন তুলনার জন্য এমন পারফরম্যান্সই যথেষ্ট নয় কি!
আরডি