যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি ও কিল-ঘুষি দিয়ে জখম করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটায়। আহত দম্পত্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঝাউদিয়া গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াসিন জানান, একই গ্রামের মৃত বাবু গাজীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ গংয়ের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী জিনিয়া ঝাউদিয়া বাজারে আসেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সিরাজ ও তার ভাই ওমর গাজী হামলা চালিয়ে তাকে হাতুড়িপেটা করে।
ইয়াসিনকে রক্ষা করার জন্য স্ত্রী জিনিয়া এগিয়ে আসলে তার পেটে লাথি ও কিল-ঘুষি মেরে তাকে আহত করা হয়। স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আহত ইয়াসিনের মাথায় আঘাত গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা উদ্বেগজনক। আহত দম্পতির সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।
হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য সোহেল রানা জানান, প্রতিপক্ষের হামলায় দম্পতি আহতের ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এনআই