সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৯২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত এক সপ্তাহে সারাদেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮।
এমআর-২