শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার আলমগীর দপ্তরী ও নুরে আলম মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর প্রায় ৫টার দিকে আলমগীর ও নুরে আলম স্থানীয় একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে যান। এসময় অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতায়িত হন এবং সেখানেই ঝুলে থাকেন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কৃষি কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তা ব্যবস্থার অভাব ও সচেতনতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
ইখা