এইমাত্র
  • ‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে
  • তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
  • দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে ভারত
  • থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ১
  • রেলওয়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার
  • পেরুতে সড়ক থেকে গভীর খাদে বাস, নিহত অন্তত ৩৭
  • ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের ভয়াবহতা বর্ণনা করলেন ফিলিস্তিনি নারী
  • গাজায় এক মাসেই ২৮২ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল
  • গণ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নির্দেশনা অমান্য করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
  • আজ বুধবার, ২৮ কার্তিক, ১৪৩২ | ১২ নভেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৪, বহু আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

    ভারতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৪, বহু আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

    সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

    বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনের আঘাত করে। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

    বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং জানান, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

    দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।

    দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

    উদ্ধারকৃত যাত্রীদের মাঝে এক শিশুও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ট্রেনের ভেতর ধ্বংসস্তূপে আটকে পড়ায় গুরুতর আহতদের অনেককেই সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দুই ট্রেনের সংঘর্ষে রেললাইনের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে ওই অঞ্চলের পুরো রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে। একাধিক এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা অথবা বিকল্প রুটে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে।

    এই দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সিগন্যাল ত্রুটি কিংবা মানবিক ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সূত্র: এনডিটিভি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…