এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

    ‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে এখনো বিএনপি মনোনায়ন স্থাগিতের কারন উল্লেখ করেনি।

    তবে ধারণা করা হচ্ছে, ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি।

    মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদারীপুর-০১ (শিবচর) আসন ও ঘোষিত মনোনীত প্রার্থীর নাম স্থগিত রাখা হলো।

    এর আগে সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নামও ছিল।

    কামাল জামান মোল্লা মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।

    ভিডিওটির শেষে তাকে মুহূর্তেই জিহ্বায় কামড় দিতে দেখা যায়, আর ক্যাপশনে লেখা হয় জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানালেও কেন্দ্রীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ‘অনিবার্য কারণবশত’ মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…