চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নতুনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তল, একটি রামদা, দুটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আমান হোসেন ওই এলাকার আবুল হোসেনের পুত্র।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, “আমানের বিরুদ্ধে ভুজপুর ও হাটহাজারী থানায় পাঁচটিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আমানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এনআই