এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

    প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

    নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ার মুখে যোগদান করতে আসা ওই প্রধান শিক্ষক পালিয়ে বাঁচেন। সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীসহ ৫-৭ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, যোগদান করতে আসা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষক রিফাত আরার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ২০২৩ সালের ৫ জুলাই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হলে রাজশাহী শিক্ষা বোর্ড ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করে। এরপর ওই হাইস্কুলে রেজাউল করিম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান।

    এরই ধারাবাহিকতায় বুধবার (৫ নভেম্বর) সকালে ওই প্রধান শিক্ষক তার গ্রামের লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে দেয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে প্রধান শিক্ষক ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    এ বিষয়ে বেগুনজোয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, ‘আদালতে মামলা চলমান আছে। আমরা আদালতে খোঁজ নিয়েছি। সে ভূয়া রায়ের কাগজ-পত্র নিয়ে আজকে তার গ্রামের কিছু লোক নিয়ে প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করে। পরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। এ সময় প্রায় ৫-৭ জন শিক্ষার্থী আহত হয়।

    বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম বলেন, ‘অন্যায়ভাবে ওই প্রতিষ্ঠানের কিছু শিক্ষক আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বরখাস্তের বিরুদ্ধে আমি হাইকোর্টের দারস্থ হই। দীর্ঘ দিন পর গত মাসে আমার পক্ষে রায় হয়। শুধু রায় হয়নি, আদালত আমাকে বকেয়া বেতনসহ স্বপদে যোগদানের নির্দেশ দেন। রায়ের কাগজ-পত্র থানা এবং উপজেলা নির্বাহী অফিসে জমা দিয়েছি। আজকে বিদ্যালয়ে উপস্থিত হলে কিছু শিক্ষকের ইন্ধনে কিছু শিক্ষার্থী আমার উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে গেলে আমি স্থান ত্যাগ করি।’

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম বলেন, ‘কোন চিঠি এসেছে কী-না এ বিষয়ে আমি অবগত নই। আমি ছুটিতে ঢাকায় আছি।’

    বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাইকোর্টের রায়ের বিষয়ে ঔই প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ‘আজকের ঘটনা সর্ম্পকে কিছু জানা নেই। তবে হাইকোর্টর রায় হয়েছে- এমন বিষয় শুনেছি। আমি যেহুতু ট্রেনিংয়ে আছি। সুতরাং আমি গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…