এইমাত্র
  • লোহাগড়ায় অবৈধ ৩৭ টি ইটভাটায় পরিবেশের বিপর্যয়
  • ৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ
  • ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • কিশোরগঞ্জে শিশু হত্যা মামলা তুলে নিতে স্বামীর নির্যাতনের অভিযোগ
  • ব্রিসবেনেও ইংলিশদের ভরাডুবি
  • নিজ গ্রামে জনতার রোষানলে ব্যারিস্টার ফুয়াদ
  • বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
  • যশোরে স্বর্ণসহ পাচারকারী আটক
  • নামিবিয়ার দায়িত্ব নিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    উয়েফা চ্যাম্পিয়নস লিগ

    হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

    হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডট। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ। একই সময়ে মাঠে নামছে বার্সেলোনা। বেলজিয়ামের ক্লাব ব্রুজের আতিথ্য নেবে হ্যান্সি ফ্লিকের দল।

    মাত্র দুই দিন আগে ম্যানচেস্টার সিটির কোচ কোচ পেপ গার্দিওলা দলটির ফরোয়ার্ড অ্যারলিং হল্যান্ডকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তুলনা করেছিলেন। এবার সেই হালান্ডের মুখোমুখি দাঁড়াবে জার্মান জায়ান্টরা।

    চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন সিটির স্ট্রাইকার অ্যারলিং হল্যান্ড। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৩ গোল করেছেন এই নরওয়েজিয়ান। চ্যাম্পিয়নস লিগের ৩ ম্যাচেও তার গোল সংখ্যা ৪ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে সিটির ৩১ গোলের ১৭টি এসেছে তার পা থেকে।

    এদিকে পিছিয়ে নেই বরুশিয়াও। চলতি চ্যাম্পিয়নস লিগে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা।জুভেন্টাসের সঙ্গে ৪-৪ ড্র করার পর অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এছাড়া এফসি কোপেনহেগেনকে ডেনমার্কে ৪-২ গোলে পরাজিত করেছে।

    দলটির ফরোয়ার্ড জুব বেলিংহাম, ফেলিক্স এনমেচচা ও গুইরেসিরা দারুণ নজর করেছে ফুটবল ভক্তদের। তবে তাদের সামলাতে সিটির রক্ষণভাগকে ভালোই পরীক্ষা দিতে হবে। যদিও সিটি’র শিবিরে ইনজুরজনিত কোনো সমস্যা নেই। এই ম্যাচে পূর্ণ শক্তির দলই পাবেন পেপ গার্দিওলা। তাছাড়া সিটি ভক্তদের জন্য সুসংবাদ হতে পারে চোট থেকে ফিরেছেন দলের অন্যতম তারকা ফুটবলার রদ্রি। যদিও শুরুর একাদশে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

    এদিকে সিটির আক্রমণভাগকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বরুশিয়া ডর্টমুন্ড। এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন দলটির দুই ডিফেন্ডার নিকো শ্লোটারবেক ও নিকলাস সুলে।

    পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এগিয়ে থাকবে সিটিই। দুই দলের সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে সিটিজেনরা। বিপরীতে ডর্টমুন্ড জিতেছে এক ম্যাচ। অন্য ম্যাচটি হয়েছে ড্র। এছাড়া ইতিহাদ স্টেডিয়ামে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে কোনোবারই জয়ের মুখ দেখেনি ‘হলুদ পাখিরা’।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…