বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে বিসিবি তার পদত্যাগ গ্রহণ করে।
তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন না সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ শেষেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’
সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০০৬–২০১০ সালে তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।
আরডি