ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর সেই দেহ শনাক্ত করে পরিবার শেষকৃত্যও সম্পন্ন করে। কিন্তু শেষকৃত্য শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন— উঠোনে বসে খাচ্ছেন আর হাসছেন সেই যুবক!
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে মৃত ঘোষণা করা এক যুবক জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। সেখানকার একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ।
তদন্তে জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নাম পুরুষোত্তম। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আনন্দবাজার জানায়, শেষকৃত্য শেষে ফিরে আসার পর পরিবার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। বাড়ি ফিরে তারা দেখেন, শেষকৃত্য করা ওই ব্যক্তিই বাড়ির উঠোনে হাসিখুশি ভঙ্গিমায় সে রয়েছেন। এ ঘটনায় গোলক ধাঁধায় পড়ে যায় পুলিশ।
সুরজপুর পুলিশ সুপার সন্তোষ মাহাতো বলেন, শেষকৃত্য করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে। তার দেহাবশেষ পরীক্ষা করা হবে। মরদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে।
এমআর-২