এইমাত্র
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

    থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

    বরগুনার আমতলীতে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১,৫০০ কেজি জাটকা ইলিশ থানা প্রাঙ্গণ থেকে লুট হয়েছে। এ ঘটনায় মৎস্য বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলী ছুরিকাটা এলাকায় নৌবাহিনী, মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে কুয়াকাটা থেকে ঢাকাগামী চারটি বাস তল্লাশি করে প্রায় ১,৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এরপর মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেলের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণের জন্য থানায় রাখা হয়।

    তবে বিকেলে থানা প্রাঙ্গণে হঠাৎ দুই শতাধিক ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মুহূর্তের মধ্যে সব মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় জড়িতদের শাস্তির দাবি ওঠে।

    ইশরাত হোসেন হিমেল জানান, জব্দকৃত মাছগুলো দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়েছিল। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, সাধারণ ডায়রি করা হয়েছে এবং মৎস্য বিভাগের অভিযোগও পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    উল্লেখ্য, সরকার ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য ফেব্রুয়ারি থেকে চার মাস ভিজিএফ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারে ৪০ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…