এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

    মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, এখন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। অভিযোগ উঠেছে, অবৈধভাবে নিয়োগ পাওয়া বর্তমান ভারপ্রাপ্ত সুপার মো. শওকত হোসেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও চেক জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এতে মাদ্রাসার শ্রেণিকক্ষ কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে, শিক্ষার মান নেমে গেছে, এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

    মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. রকিবুল ইসলাম চলতি বছরের ২৮ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শওকত হোসেন ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যকে অনৈতিক সুবিধা দিয়ে চেক জালিয়াতি, ভুয়া বিল-ভাউচারের নামে অর্থ আত্মসাৎ এবং মাদ্রাসার আয়-ব্যয়ের অর্থ ব্যাংকে জমা না রেখে ব্যক্তিগত খাতে ব্যয় করছেন।

    অভিযোগে আরও জানানো হয়, ২০১৯ সালের পর থেকে মাদ্রাসাটি এমপিও নবায়নবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে। ওই সময় স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান লিটু ক্ষমতার প্রভাব খাটিয়ে নবায়ন ছাড়া তিনটি পদে নিয়োগ দেন। পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেই নিয়োগগুলোকে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে সুপার পদে নিয়োগ পাওয়া শাহজাহান অন্যত্র যোগদান করলে সহ-সুপার শওকত হোসেনকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়, যা শিক্ষা নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ না থাকলে এমপিও অনুমোদন বা নিয়োগ বৈধ নয়। কিন্তু এ বিধান উপেক্ষা করে ২০২৪ সালে তৎকালীন গভর্নিং বডি অবৈধভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪২০ ও ৪৬৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    অভিযোগে আরও বলা হয়, স্বীকৃতি নবায়নের উদ্দেশ্যে হিসাব নং ১৫৬৯ থেকে উত্তোলিত ৩০ হাজার টাকা শওকত হোসেন ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত ভাউচার প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে চেক সংক্রান্ত একটি মামলাও বিচারাধীন রয়েছে।

    অফিস সহকারী মিজানুর রহমান বলেন, “আমি তখন অফিসে দাপ্তরিক কাজ করছিলাম। হঠাৎ দেখি কয়েকজন লোক অফিসে আসছেন। পরে ভারপ্রাপ্ত সুপার শওকত সাহেব বলেন, ‘তাদের সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি বাইরে যান।’ এরপর আমি অফিসের কাজ রেখে বাইরে চলে যাই।”

    অভিযোগের ভিত্তিতে গত ২০ জুলাই মাদ্রাসার অ্যাডহক কমিটি এক জরুরি সভা করে। সভায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী শওকত হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দায়িত্ব থেকে অপসারণের পরও তিনি বেপরোয়া আচরণ ও কর্তৃত্বপরায়ণতা অব্যাহত রাখেন বলে অভিযোগ উঠেছে।

    নিয়োগের সময় থেকেই শওকত হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। চাকরিরত অবস্থায় তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া একটি নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সেই সনদ ব্যবহার করে উচ্চতর পদে নিয়োগ পান, যা বাংলাদেশ সার্ভিস রুলস ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থী। এতে তিনি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেন।

    স্থানীয় শিক্ষা বিশ্লেষকরা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি শুধু শিক্ষার মানকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সমাজে নৈতিক অবক্ষয়ের ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করছে। তাঁদের মতে, নীতিমালার ১৮(১)(ক) ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও অবিলম্বে স্থগিত বা বাতিলযোগ্য। তাই ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার সহকারী সুপার মো. শওকত হোসেনের এমপিও বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

    ভারপ্রাপ্ত সুপার মো. শওকত হোসেন মুঠোফোনে বলেন, “আমি মোবাইলে কিছু বলতে চাই না। আপনি একদিন মাদ্রাসায় আসেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন।”

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…