সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট নগরের ঐতিহাসিক ক্বিনব্রিজ এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রফিটি উন্মোচন করা হয়।
এ সময় দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিসিবির পরিচালকরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এর পর ১৯ থেকে ২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। পরবর্তীতে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে গড়াবে টি—টোয়েন্টি সিরিজ।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে রাত সাড়ে ৮ টার দিকে সিলেটে পৌঁছায় আইরিশরা। পরে সেখান থেকে টিম হোটেলে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইখা