লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে তিন থেকে চারটি ছররা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এতে তিন বাংলাদেশি আহতের খবর শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে গত ৫ নভেম্বর ভোরে একই ইউনিয়নের সীমান্তে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ।
পাঁচ দিনের মাথায় আবারও গুলি ছোড়ায় ওই এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানার সীমান্ত সংলগ্ন গ্রাম পকেটপাড়া। বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩-এর সীমান্ত এলাকার শূন্যরোখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা সোমবার সকাল ৬টার দিকে তিন থেকে চারটি ছররা গুলি ছোড়ে। ভোর সকালে গুলির শব্দ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
তবে এতে বাংলাদেশি গরু পারাপারকারী তিনজন আহতের কথা শোনা গেলেও বিজিবি এ কথা অস্বীকার করেছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রীরামপুর ইউনিয়নের এক ব্যক্তি বলেন, ‘নামাজ পড়ে ফেরার পথে দেখি মোটরসাইকেলে করে গুলিতে আহত ব্যক্তিদের নিয়ে যাচ্ছে।’
স্থানীয়রা বলছেন, ঘটনা জানার পরপরই রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের ও শমসেরনগর কোম্পানি সদরের সদস্যরা ঘটনাস্থলে যায়। বেলা ১২টায় ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের রতনপুর ক্যাম্পের কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।
বিজিবি রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, গুলি ছুড়েছে এ ঘটনা জানার পরপরই ওই এলাকায় টিম পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা বেঠকের বিষয়টি তারা পরবর্তীতে জানাবে।
এনআই