পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সালাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি) এই নামাজে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন পবিত্র মসজিদে নববীর ইমাম শায়েখ আহমদ হুজাইফি।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের নির্দেশে সারা রাজ্যে একযোগে এ নামাজ আদায় করা হবে। রয়্যাল কোর্ট থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রিয় নবী মুহাম্মদ সা.–এর সুন্নত অনুসরণে আল্লাহর রহমত ও বরকতের বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকার এ আয়োজন করা হয়েছে।
উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা ৫১ মিনিটে। পবিত্র মসজিদে নববীতে অনুষ্ঠিত এ নামাজে মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যেন তারা দোয়া, ইস্তেগফার ও তাওবার মাধ্যমে আল্লাহর রহমত প্রার্থনা করেন।
শায়েখ আহমদ হুজাইফি নামাজ শেষে খুতবা প্রদান করবেন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তায়ালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন, ভূমিকে সজীব করেন ও মানুষকে তাঁর করুণা ও মাফের ছায়ায় আচ্ছন্ন করেন।
সালাতুল ইসতিসকা ইসলামি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ইবাদত, যা নবী করিম সা. খরা ও পানির অভাবে আল্লাহর রহমত কামনায় আদায় করতেন। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা এ নামাজের মাধ্যমে রহমত, ক্ষমা ও বরকতের প্রার্থনা করে থাকেন। আল্লাহ তায়ালা যেন এই সালাতুল ইসতিসকার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহর ওপর রহমতের ধারা বর্ষণ করেন।
ইখা