‘বিরামপুরে একই চিকিৎসকের ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যুর অভিযোগ' শিরোনামে গত সোমবার (১০ নভেম্বর) অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রচারের পর নড়েচড়ে স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেওয়া হয় অনুমোদনহীন সেই দিনাজপুরের বিরামপুরে মা ও শিশু জেনারেল হসপিটালের সকল কার্যক্রম।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, ‘বিরামপুরে একই চিকিৎসকের ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যুর অভিযোগ' শিরোনামে একটি নিউজ সময়ের কন্ঠস্বরের অনলাইনে দেখতে পাই। পরে দিনাজপুর জেলা সিভিল সার্জনের নির্দেশে সেই অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিরামপুরের অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের অপারেশন থিয়েটারে এক যুবকের টনসিল অপারেশন করেন ডা. শের আলী মর্তুজা। অপারেশনের পর ঐ যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুরে নিয়ে তার শরীরে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়, কিছুক্ষণ পর রোগীটির মারা যায়। আবার ঐ একই ডাক্তার নবাবগঞ্জে আর এক যুবকের টনসিল অপারেশন করতে গেলে ঐ যুবকও মারা যায়।
এসআর