সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১৪ বল খেলেই অল আউট হয়েছে আয়ারল্যান্ড। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে শুরু করা অতিথিরা যোগ করতে পেরেছে মাত্র ১৬ রান। সবশেষে ২৮৬ রানে অলআউট হয় তারা। এরপর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দারুণভাবে ইনিংস গড়ে তুলছেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশ সাবলীল ছিলেন দুই ওপেননার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। শুরু থেকেই আগ্রাসী ছিলেন সাদমান। তবে রয়েসয়ে এগিয়েছেন মাহমুদুল হাসান জয়। উইকেটের চারপাশে শট খেলে রান তুলেছেন দুই ওপেনার।
আইরিশ বোলারদের কাছে যেন কোনো জবাবই ছিল না বাংলাদেশের ব্যাটিংয়ের। ফিফটি ছুঁয়েছেন সাদমান। কিছুক্ষণ পর ফিফটি ছুঁয়েছেন জয়ও। কোনো উইকেট না হারিয়েই লাঞ্চে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করেছে টাইগাররা।
দ্বিতীয় সেশনেও সমানতালে এগোচ্ছেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ৭৫ এবং মাহমুদুল হাসান জয় ৭৬ রানে অপরাজিত আছেন।
আরডি