মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ৭০ জনেরও বেশি ক্রীড়াবিদ। ‘অ্যাথলেটস ফর পিস’ নামের সংগঠনসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এরইমধ্যে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)-র সভাপতি আলেকসান্দার চেফেরিনের কাছে চিঠি পাঠিয়েছে। যৌথ চিঠিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে বলা হয়, যেসব রাষ্ট্র গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।
‘গেম ওভার ইসরায়েল’ শিরোনামের ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে ইসরায়েলকে বিরত রাখা বৈশ্বিক নৈতিক দায়িত্ব।
এই উদ্যোগে ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা, নেদারল্যান্ডসের আনোয়ার এল গাজি, মরক্কোর হাকিম জিয়েখ এবং স্পেনের আদামা ত্রাওরের মতো অনেক নামকরা খেলোয়াড় সমর্থন জানিয়েছেন। এছাড়া হিন্দ রজব ফাউন্ডেশন ও গাজা ট্রাইব্যুনালসহ একাধিক মানবাধিকার সংগঠনও এতে স্বাক্ষর করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, গাজায় চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে উয়েফা যেন ইসরায়েলকে তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে।
তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাচিওসমানোগলু ও আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই আহ্বান জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তথাপি ইসরায়েল মানবিক সহায়তা বাধাগ্রস্ত করছে এবং ফিলিস্তিনে সহিংসতা অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪০০-রও বেশি ফুটবলার রয়েছেন।
আরডি