নেত্রকোনায় রাতের আধারে জেলার বিভিন্ন উপজেলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে জেলা শহরের বারহাট্টা রোডসহ আটপাড়া ও দূর্গাপুর উপজেলায় এইসব মিছিল করে। মিছিলের একাধিক ভিডিও ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিল শেষে ফেরার পথে আটপাড়ায় খায়ের মিয়া নামের একজনকে আটক করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে। রাতে আটপাড়ায় মিছিল শেষে ফেরার পথে একজনকে আটক করেছে পুলিশ।
ইখা