বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় মিলে তোলেন ১৬৮ রান। সেঞ্চুরির ঠিক আগে বিদায় নেন সাদমান। তবে আরেক ওপেনার জয় তুলে নেন সেঞ্চুরি।
দিনের দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। ১৮৪ বলে ৯৪ রান করে তখনও টিকে ছিলেন জয়।
এর আগে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। জয় এবং সাদমান ক্রিজে টিকে ছিলেন ফিফটি হাঁকিয়ে। সাবলীল ব্যাটিংয়ে দু’জনেই এগিয়েছিলেনে সেঞ্চুরির দিকে। তবে সেঞ্চুরির আগেই নিয়েছেন বিদায়। ১০৪ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ১৬৮ রানের মাথাতে সাজঘরে ফিরে যান সাদমান।
এরপর তিনে নেমে জয়ের সাথে যোগ দিয়েছেন মুমিনুল হক। ধীরেসুস্থে এগিয়েছেন জয়-মুমিনুল। দারুণ মুন্সিয়ানা দেখিয়ে দলকে লিডের কাছাকাছি নিয়ে যেতে থাকেন দুজন। ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। চা বিরতি থেকে ফিরেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১০৮ এবং মমিনুল হক ২৭ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের হয়ে ১ উইকেট শিকার করেছেন ম্যাথু হামফ্রেস।
আরডি