নওগাঁর ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ১৬টি ইট ভাটার মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দ্রুত ভাটা বন্ধের নির্দেশ প্রতাহার করে ইটভাটা পুনরায় চালু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী, সদস্য আবু সাঈদ সিদ্দিকী, আবদুল মালেক, আবদুর কাদের, শ্রমিক মো. সোহেল, রকিবুল ইসলাম প্রমুখ।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সরকারকে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে ইটভাটা ব্যবসা করি। একটি ভাটায় মোট ২৫০ জনের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চলতি মৌসুমে ইট ভাটার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অগ্রিম ঋন করেছি। আবার অগ্রিম লেবার শ্রমিকদের বেতনসহ কয়লা, মাটি স্টকের পাশাপাশি জমির মালিকদের অগ্রিম ভাড়া প্রদান করেছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে চলতি মাসে ইটভাটা বন্ধের নোটিশ করেছেন। আমরা এমতাবস্থায় ভাটা চালু না করতে পারলে চর্তুমুখী ক্ষতির সম্মুখিন হব।’
তিনি আরও বলেন, ‘আমরা মানববন্ধনের মাধ্যমে ইটভাটার মালিক ও শ্রমিকরা মিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার নিকট ইটভাটা চালুর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের জীবন-জীবিকা ও এলাকার অর্থনীতি সচল রাখতে সুদৃষ্টি কমনা করি।’
ইখা