দক্ষিণ আমেরিকার (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে আগেই। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ফলে বিশ্বকাপের আগ পর্যন্ত এই দুই দলের জন্য আন্তর্জাতিক ম্যাচগুলো কার্যত হয়ে দাঁড়িয়েছে প্রস্তুতি হিসেবে। এরই অংশ হিসেবে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মাঠে নামছে দু’দল।
সাধারণত প্রতিটি আন্তর্জাতিক বিরতিতে দুটি করে ম্যাচ খেলে থাকে আর্জেন্টিনা ও ব্রাজিল। গত অক্টোবরেই যুক্তরাষ্ট্র সফরে দুইটি প্রীতি ম্যাচ খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে এশিয়া সফরে সমান দুটি ম্যাচ খেলেছিল ব্রাজিল।
তবে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে সূচিতে এসেছে পরিবর্তন। এবার ইউরোপ সফরে ভিনিসিয়ুস, কাসেমিরোদের ব্রাজিল খেলবে দুটি ম্যাচ। কিন্তু আর্জেন্টিনার আফ্রিকা সফরে মাত্র একটি প্রীতি ম্যাচ রাখা হয়েছে।
১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সেই ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বিশেষ ম্যাচ।
অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল ১১ দে নভেম্ব্রো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
অন্যদিকে ইউরোপ সফরে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলবে ব্রাজিল। আর্সেনালের হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ফরাসি লিগ আঁ-এর ক্লাব লিলের মাঠ স্তাদ পিয়ের-মরওয়ায় খেলবে তারা।
তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।
আরডি