লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৮ নং চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোল্লার হাটের দক্ষিণ চর কাছিয়া গ্রামের মিয়ার হাট সড়ক সংলগ্ন কালভার্টটি মাঝখানে ভেঙ্গে পড়ায়, কালভার্টটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে, এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা ।
কালভার্টটি দিয়ে প্রতিনিয়ত কয়েকটি গ্রামের হাজারখানেক মানুষ এবং যানবাহন চলাচল করে। কালভার্টটির মাঝে ভেঙে গিয়ে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছেন ছোট শিশু ও বয়ঃবৃদ্ধরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। জরুরি মুহূর্তে রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার সময়ও ঘটছে দুর্ঘটনা।
কালভার্টের এমন অবস্থার জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চরাঞ্চলের মানুষ। দুর্ভোগ নিরসনে উক্ত স্থানে নতুন একটি কালভার্ট নির্মাণের দাবি এ অঞ্চলের হাজার মানুষের।
স্থানীয় বাসিন্দা বাবুল মাঝি বলেন, ‘কালভার্টটি দিয়ে খুব কষ্টে আমরা যাতায়াত করছি, স্কুলের ছোট ছোট ছেলেরা সাইকেল চালিয়ে এখান দিয়ে যায়। সম্প্রতি একটি ছেলে এখানে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়।’
অপর এক স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘এই কালভার্টটি দিয়ে আমরা চলাচল করতে পারি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে মালামাল নিতে-আনতে। দ্রুত একটি নতুন কালভার্ট করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।’
এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি, ওই স্থানে একটি নতুন কালভার্ট নির্মাণ জরুরী হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এসএম