এইমাত্র
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • নীলফামারীতে বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাতিলের দাবিতে মশাল মিছিল
  • ভারত-সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানে
  • ট্রাম্পের ‌‌চরম অযোগ্যতায় এবার ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগে উত্তেজনা

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

    সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগে উত্তেজনা

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

    সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সাতক্ষীরায় ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালাচ্ছে।

    ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান জুলাই যোদ্ধা ইমরান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    জুলাই যোদ্ধা ইমরান হোসেন বলেন, "জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আগুন দেওয়া একটি ন্যক্কারজনক ঘটনা। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, "আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।"

    ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। এর পরপরই সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজে ওই ঘটনাকে 'গুজব' বলে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, "গুজব সচেতনতা: সম্প্রতি কিছু ছবি ফেসবুকে 'সাতক্ষীরায় জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হলো' এমন একটি খবর ছড়িয়েছে, কিন্তু এটি সত্য নয়। অনুগ্রহ করে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্যের উপর বিশ্বাস করবেন না।"

    পোস্টটি প্রকাশের পরই উত্তেজিত হয়ে নানা রকম পোস্ট দিতে শুরু করেন জুলাই যোদ্ধারা। এরপর পোস্টটি এডিট করা হয়। এতে বলা হয়, "সম্প্রতি কিছু ছবি ফেসবুকে ছড়ানো হয়েছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে জুলাই স্মৃতি স্তম্ভে কোনো ক্ষতি হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেছেন। গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। দুষ্কৃতকারীদের সনাক্ত করে গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

    সাতক্ষীরা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: 01320143098।

    এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জুলাই যোদ্ধা নাজমুল ইসলাম রনি বলেন, "আমরা সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজে ওই ঘটনাকে গুজব বলে প্রচারণা চালানো হয়েছে। এই মিথ্যাচার ও গুজব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…