বরগুনার পাথরঘাটায় মিথ্যা ডাকাতি মামলা করার কারণে প্রাথমিক তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদি আব্দুর রব মুন্সিকে (৬০) ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
বুধবার দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মুবিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রবের বাড়ি পাথরঘাটা উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামে।
জানা যায়, প্রবাসী নাজমুল ইসলামের বিরুদ্ধে কয়েক মাস আগে পাথরঘাটা থানায় একটি ডাকাতি মামলা করেন আব্দুর রব। ওই মামলা তদন্ত করেন এসআই শহিদুল ইসলাম। তদন্ত শেষে বাদির করা মামলার বিবরণ মিথ্যা বলে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ওই চার্জশিটের ভিত্তিতে আসামীর উপস্থিতিতে আদালত ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
পাথরঘাটা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, "আমার তদন্তে প্রমাণিত হয় বাদির অভিযোগ মিথ্যা। সাক্ষ্য প্রমাণ অনুযায়ী চার্জশিট দাখিল করেছি।"
এনআই