এইমাত্র
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • নীলফামারীতে বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাতিলের দাবিতে মশাল মিছিল
  • ভারত-সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানে
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৪৯তম বিসিএসে মেধাক্রমে নবম কমলনগরের আবুল হাসনাত

    রিমন আহমেদ রাজু, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
    রিমন আহমেদ রাজু, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

    ৪৯তম বিসিএসে মেধাক্রমে নবম কমলনগরের আবুল হাসনাত

    রিমন আহমেদ রাজু, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

    ৪৯তম বিসিএসের সাধারণ শিক্ষা (ইসলাম শিক্ষা) ক্যাডারে মেধাক্রমে নবম স্থান অর্জন করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হাসনাত। তার এই সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের বন্যা।

    আবুল হাসনাত পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসার সুপার (প্রধান) মাওলানা মাকসুদুর রহমান ফরাজির বড় ছেলে। তিনি দাখিল ও আলিম পরীক্ষায় টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০১০ ও ২০১২ সালে অংশ নিয়ে উভয় পরীক্ষাতেই গোল্ডেন এ+ পেয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণি অর্জন করেন।

    শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তিনি কবি জসিমউদ্দীন হলে থেকে মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২২ সালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে সহকারী কর্মকর্তা (১০ম গ্রেড) পদে মনোনীত হলেও তিনি যোগ দেননি। বর্তমানে তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (নন-ক্যাডার) হিসেবে কর্মরত আছেন।

    তার বাবা মাওলানা মাকসুদুর রহমান ফরাজি সন্তানের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। আমাদের মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর তাকে টুমচর মাদ্রাসায় ভর্তি করাই। সেখানেও সে ভালো ফলাফল করে গোল্ডেন এ+ পায়। এখন সে বিসিএসে টিকেছে, আমরা খুবই আনন্দিত।”

    তিনি আরও বলেন, “আমার আরেক ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এক মেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আল্লাহর রহমতে সবাই ভালো ফলাফল করছে। আশা করি, আমার বড় ছেলে দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…