মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাউছার খান (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাছ শেখ (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল এলাকায় বালুভর্তি একটি বাল্কহেড ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজে ধাক্কা লাগে এবং ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তখন স্থানীয় সাইউল ইসলাম বাল্কহেডটি থামানোর অনুরোধ করেন।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে আসামি আক্কাছ শেখসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সাইউল ইসলাম, তাঁর ছেলে কাউছার খান ও মামাতো ভাই অহিদুলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাউছার খান ও অহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় কাউছার খান মারা যান। হামলার প্রায় ১৯ দিন পর তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহত কাউছার খানের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। র্যাব–১০ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে বুধবার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আক্কাছ শেখ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর রাঙ্গামালিয়া এলাকার বাসিন্দা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।
এনআই