মানিকগঞ্জে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় গভীর রাতে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা বাসচালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইভিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি স্কুলবাস পার্কিং করে রেখে চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা বাসচালক দগ্ধ হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবালয় থানা পুলিশ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে রেফার করে করেন।
এ বিষয়ে শিবালয় থানা সেকেন্ড অফিসার (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিতে থাকা চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।’
আরডি