বাংলাদেশ–আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বেশ চাপে আছে অতিথি আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে লাঞ্চে যায় তারা। ইনিংস পরাজয় এড়াতে এখনো আরও কমপক্ষে ১০৩ রান করতে হবে আইরিশদের।
দিনের শুরুতে আইরিশদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৬। শুরুতেই তাইজুল ইসলামের ঘূর্ণিতে আউট হন ম্যাথু হামফ্রেস। ১৮ বলে ১৬ রান করা এই ব্যাটার দলীয় ১১৬ রানে ফিরে যান। এরপর ক্রিজে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে যোগ দেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি, যিনি এই ইনিংসে ওপেনিং নয়, নামেন ৮ নম্বর পজিশনে।
দুই অ্যান্ডিকে নিয়ে আইরিশদের ইনিংসে আসে স্থিতি। তারা দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, বাংলাদেশি স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেলেন এবং ইনিংস পরাজয় এড়ানোর আশা জাগান।
তবে সেশন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ভাঙে এই জুটি। বালবির্নিকে ৬৩ বলে ৩৮ রানে থামান হাসান মুরাদ। অন্যদিকে ম্যাকব্রাইন পূর্ণ করেন দারুণ এক অর্ধশতক এবং জর্ডান নেইলের সঙ্গে প্রথম সেশনের বাকি সময় নিরাপদেই কাটান। ৬০ ওভার শেষে আইরিশদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৯৮। ম্যাকব্রাইন ১০৪ বলে ৫২ রান করে অপরাজিত থেকে লাঞ্চে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মুরাদ নেন ৩টি উইকেট, তাইজুলের শিকার ২টি এবং নাহিদ রানা নেন ১টি উইকেট।
আরডি