জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের শোকজপ্রাপ্ত কর্মী মো. ইসরাফিল আলম রাফিল ঘোষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেলে অসংগতির অভিযোগ তুলে প্যানেলটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান।
আম্পায়ারের রিভিউ স্টাইলে তোলা ছবিসহ দেওয়া ওই পোস্টে রাফিল লিখেন, ‘জকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ঘোষিত প্যানেলে কিছু অসঙ্গতি রয়েছে, তাই অনুরোধ করছি প্যানেলটি পুনর্বিবেচনা করুন। এটাই আমার প্রতীকি প্রতিবাদ।’
গত রবিবার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের নির্দেশনায় দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক নোটিশে বর্তমানে কমিটিতে কোনো দায়িত্বে না থাকা সত্ত্বেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাফিলকে শোকজ করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের নিচতলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-২০২৫ 'ঘোষণার পর পরই প্রতিবাদের ঝড় ওঠে।
জকসুতে শাখা ছাত্রদলের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-২০২৫'-এ ভিপি হিসেবে লড়বেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জিএস হিসেবে রয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং এজিএস হিসেবে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম আতিকুর রহমান তানজিল।
ইখা